tumi chole jao (studio live) - ausomapto lyrics
Loading...
তুমি চলে যাও দূরে কোথাও
আমি আর নেই আগের মত
এত কলরব আর এত উৎসব
তবু আমার মাথা নত
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
কি করে কোথায় কে হারিয়ে যায়
খুঁজে দেখা হয়নি আমার
এক*তরফা আমার এ সভা
নেভাতে পারিনি অন্ধকার
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
ফেরা যাবে না ঘরে ঠিকানা গেছে সরে
আমি আমার মধ্যে নেই
শেষ হয়ে গেছে সবই এক ফ্রেমে থাকা ছবি
আমি আমার মধ্যে নেই
Random Song Lyrics :
- maddening - sybyr lyrics
- this thing of ours - rimi lyrics
- manboy - mr. muthafuckin exquire lyrics
- aldrig for sent - danni lyrics
- she wanna be down - derez de'shon lyrics
- rowboat - bumblefoot lyrics
- waiting for the sky to fall - willy j "the prisoner of hope" lyrics
- something outta nothing - the wolfe brothers lyrics
- sommeil léger n°1 #salam - ikkone lyrics
- idle hands - filth lyrics