shopnogulo - aurthohin lyrics
[intro]
তুমি আমায় যাই বলো না, যতই তুমি মুখটা সরাও
উল্টো দিকের আয়নাটাতে আমার ছবিই দেখতে যে পাও
[verse 1]
এবড়ো থেবড়ো পথটা ধরে যতই তুমি আমায় হাঁটাও
হোঁচট খেয়ে থামবে না তো পথচলাটা আমার কোথাও
তুমি যখন কালি পরা চোখের মাঝেই হারিয়ে ছিলে
তখন কিন্তু আমিই ছিলাম নিদ্রাহীন এর বন্ধু হয়ে
[pre*chorus]
এখন তুমি যতই বলো, “ফিরে যাও আজ শুন্যতাতে”
আমি বলবো, “ভুলে গেছো এই হাতের মুঠোয় স্বপ্ন আছে?”
এখন যতই উল্টো করে কবিতাটা আবার পড়ো
ভুল হিসেবে এখন যতই নতুনভাবে অঙ্ক কষো
[chorus]
আমার হাতের মুঠোয় বন্দি তোমার স্বপ্নগুলো
চাইলেই ঢিলে হবে তোমার জন্য আঙুলগুলো
আমার হাতের মুঠোয় বন্দি তোমার স্বপ্নগুলো
চাইলেই ঢিলে হবে তোমার জন্য আঙুলগুলো
[instrumental]
[verse 2]
এখন তোমার হয় না ব্যাঘাত রাতের ঘুমে, আনন্দতে
চোখের নিচে পরে না আর কালচে মতো জিনিষটা যে
এখন যতই রঙের খেলায় ভূলো আমার সেই স্পর্শ
আসবে যখন আবার আধাঁর, কে দেখাবে স্বপ্নগুলো?
স্বপ্ন ছাড়া বোকার মতো কেনই বা সামনে গেলে
হৃৎপিন্ডের শব্দে কি আর বেঁচে থাকার হিসেব মিলে?
চারিদিকের রঙের খেলায় মনের কি আর ক্ষিধে মিটে?
দু’হাত ভর্তি টাকার মাঝে স্বপ্ন অভাব*অনটনে
[pre*chorus]
হঠাৎ করেই আঙুলগুলোয় তোমার হাতের ছোঁয়া লাগে
তাকিয়ে দেখি তোমার মুখটা আবার ফিরে আমার দিকে
ফিনিক্স পাখির মত আমার ইচ্ছেগুলো ডানা মেলে
বিদ্রোহী সেই কবির মতো মুখ হাসে মোর চোখ হাসে
[chorus]
আমার হাতের মুঠোয় বন্দি তোমার স্বপ্নগুলো
হচ্ছে ঢিলে তোমার জন্য এই আঙ্গুলগুলো
আমার হাতের মুঠোয় বন্দি তোমার স্বপ্নগুলো
হচ্ছে ঢিলে তোমার জন্য এই আঙ্গুলগুলো
[instrumental]
[outro]
হঠাৎ করেই সিন্দাবাদের ভূতের মতো বাস্তবতা
ঘাড়ের উপর জাপটে বলে, “আয়না থেকে মুখটা সরা”
Random Song Lyrics :
- explicit - disiz la peste lyrics
- why can't you see? - ashtongray( austin murphy) lyrics
- workaholic - sea of trees lyrics
- all american boy - barbara pennington lyrics
- mr tasty - yung j x lil kxrol lyrics
- bang bang - cole kooper lyrics
- częściej wychodzę z siebie niż ze strefy komfortu - zwidy lyrics
- nøgen i søen - red'n'freb lyrics
- walking miracles - matthew west lyrics
- jungle bird - ointment appointment lyrics