shesh gaan - aurthohin lyrics
হারিয়ে গেছি আমি…
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে,
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে
গানটা লেখা শেষে.
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম, গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখে রক্ত ঝরে.
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ,
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি।
তাই এখন চাঁদের ভিতর চন্দ্রবিন্দু খুজি
নীল চোখে সুই ফুটিয়ে লাল ছবি আঁকি
চিন্তাগুলো আমার কেমন যেনো এলোমেলো
সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি।
যখন আমি থাকবো না আর
যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাটার মত আসবো আমি ফিরে।
জানি বলছি আবোলতাবোল উলটাপালটা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যাথা।
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি…
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে
আমার এপিটাফের গায়ে যেনো থাকে লেখা
গেতো গান এই মানুষটা
খুব মন্দ না
হারিয়ে গেছি আমি…
Random Song Lyrics :
- vålerenga kjerke - trond ingebretsen lyrics
- vegan бургер - слава кпсс (slava kpss) lyrics
- money over bitches - bow wow lyrics
- enter love (remix) - the echoing green lyrics
- once and for all (little loud remix) - clock opera lyrics
- know my name - blayzie j lyrics
- salgan al sol - billy bond lyrics
- striga?t - trooper (country) lyrics
- innocente (deep dish gladiator remix) (uk edit) - delerium lyrics
- mystified - the zombies lyrics