lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jodi - aurthohin lyrics

Loading...

[verse 1]
যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে

[pre*chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে

[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো

[verse 2]
যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে

[pre*chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো

[instrumental break]

[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো

Random Song Lyrics :

Popular

Loading...