jodi - aurthohin lyrics
[verse 1]
যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে
[pre*chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[verse 2]
যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে
[pre*chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[instrumental break]
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
Random Song Lyrics :
- songs about you pt. i , pt. ii , pt.iii , pt. iv (album) - godmcfly lyrics
- твой мир (your peace) (live) - слово жизни music (word of life music) lyrics
- do as i say (remix) - deep green lyrics
- όλοι είναι αμαρτωλοί (oloi einai amartoloi) - negros tou moria (grc) lyrics
- doja - milan1k lyrics
- play your cards - will morris lyrics
- assimilate - wiess lyrics
- пророк-создатель(prophet-creator) - upuregangsuck lyrics
- miss me - jessica cox lyrics
- 2016 - bizzy banks lyrics