cancerer nishikabyo - aurthohin lyrics
সভ্যতার অন্য পিঠে
আঁধারের বিন্দু থেকে
মধ্যাঙ্গুলি কালি মাখে
কবির খাতায় শব্দ ঢোকে
রঙের উপর মরচে ধরে
লাল রক্তে বিষ ভাসে
মগজে আজ পাথর জমে
ঝাপসা হয় দৃষ্টি চোখের
অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য
অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য
সভ্যতার অন্য পিঠে
আঁধারের বিন্দু থেকে
মধ্যাঙ্গুলি কালি মাখে
কবির খাতায় শব্দ ঢোকে
রঙের উপর মরচে ধরে
লাল রক্তে বিষ ভাসে
মগজে আজ পাথর জমে
ঝাপসা হয় দৃষ্টি চোখের
আমি হাসি তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই তোমার রক্তে
নিস্তব্ধতার চিৎকারে
অট্টহাসি দুঃখে জাগে
পচনটা বাড়তে থাকে
প্রাণ হারায় অসমাপ্তে
ছয়টি আঙ্গুল একটি হাতে
নগ্ন শরীর খামচে ধরে
মাটি নামছে গভীরে
তিন ফুটের হিসেবে
আমি হাসি তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই রক্তে
হারিয়ে যাই নি
দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
ঘড়ির কাঁটা উল্টো ঘোরে
আঁধার মুচকি হাসে
হৃদপিণ্ডের চোখের নিচে
কালি জমতে থাকে
আমি হাসি তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই রক্তে
হারিয়ে যাই নি
দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি, এ আমারি নিশিকাব্য
Random Song Lyrics :
- asterisk - romix lyrics
- держи (hold) - mc valya lyrics
- viktoriasjön - rebecka törnqvist lyrics
- miklo - kalazh44 & underarmor clique lyrics
- amuleto - púter lyrics
- בליאהבהאיןתקווה - ron refaeli - רון רפאלי lyrics
- кис кис кис (kis kis kis) - монеточка (monetochka) lyrics
- we can ride - nico ghost lyrics
- sammi - therichpia lyrics
- не в клубе (ne v klube) - the athann lyrics