lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sraboner megh - asif lyrics

Loading...

শ্রাবণের মেঘ, এই দু’চোখে
অভিমান হয়ে আজো ঝরে অঝোরে
জানতে চাইলে না, কেমন আছি

শুধু নীরবতাটুকু সঙ্গী করে
যেই বুক একবার ভেঙে গেছে হায়
সেই বুক ভেঙে যাবে ভয় কি পায়?

তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা

সুখের সে দিনগুলো
ছবি হয়ে মনে ভাসে
কত না আপন হয়ে
তুমি ছিলে পাশে পাশে, মনে আসে

সুখের সে দিনগুলো
ছবি হয়ে মনে ভাসে
কত না আপন হয়ে
তুমি ছিলে পাশে পাশে, মনে আসে

যতই শূন্যতা থাকুক বুকে
তার সমবেদনা চাইবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা হে-হেহে

বিষণ্ন এই মৃদয়ের ছেঁড়া তারে
বিরহের সুর শুধু বাজে বারে বারে, মনে পড়ে

বিষণ্ন এই মৃদয়ের ছেঁড়া তারে
বিরহের সুর শুধু বাজে বারে বারে, মনে পড়ে

যতই নিঃস্বতা থাকুক মনে
তবু আর তাকে কাছে চাইবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা

শ্রাবণের মেঘ, এই দু’চোখে
অভিমান হয়ে আজো ঝরে অঝোরে
জানতে চাইলে না, কেমন আছি
শুধু নীরবতাটুকু সঙ্গী করে
যেই বুক একবার ভেঙে গেছে হায়
সেই বুক ভেঙে যাবে ভয় কি পায়?

তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা

তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে তাকে আর ডাকবোনা
তার কথা আমি আর ভাববোনা
প্রিয় নামে কখনো ডাকবোনা হে-হেহে-হে

Random Song Lyrics :

Popular

Loading...