lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jiboner boro porajoy - asif lyrics

Loading...

জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বালা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়

জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকেনা আর কেউ থাকেনা পাশে

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকেনা আর কেউ থাকেনা পাশে
যায় যায় দিন চলে যায়
কত যে ব্যাথা বুকে জমা হয়ে রয়

জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্য কিছু

মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্য কিছু
যত দিন থাকবে পৃথিবী
ততদিন বেঁচে থাকা হবে জানি দায়

জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়

জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

Random Song Lyrics :

Popular

Loading...