
amar pagla ghora re - asif lyrics
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
ও আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
তোর আচরণ প্রভুর মতো, আমি কৃতদাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ও আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
পাগলা ঘোড়া রে…
পাগলা ঘোড়া রে…
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
Random Song Lyrics :
- winter - rökkr lyrics
- sax qcel em texe - vnasakar lyrics
- zlatej déšť - hugo toxxx lyrics
- google - diego 900 lyrics
- new tab - daycatcher lyrics
- flat out - d-seto & 018 lyrics
- untitled song* - cmh & мукка (mukka) lyrics
- przynoszę deszcze - intruz lyrics
- saan go crazy - young roc & nasaan lyrics
- red (for the best) - jazz jenei lyrics