lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pashani - asif akbar lyrics

Loading...

শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ পাষাণী তুমি পাষাণী

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি

আমার অবুঝ হৃদয়
ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি
দুঃখ ভরা স্মৃতিতে

ও আমার অবুঝ হৃদয়
ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি
দুঃখ ভরা স্মৃতিতে

এমন কি ভুল ছিলো বলো
আমার এ ভালোবাসায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি

তোমার নিষ্ঠুরতা
কি করে যাবো ভুলে
পড়বে মনে সারাক্ষণ
দুটি চোখেরি জলে

ও তোমার নিষ্ঠুরতা
কি করে যাবো ভুলে
পড়বে মনে সারাক্ষণ
দুটি চোখেরি জলে

এতো কষ্টের কাহিনী আমার
লেখা হবে জীবন পাতায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়

কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি

(প্রহেলিকা)

Random Song Lyrics :

Popular

Loading...