lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nosto chele - asif akbar lyrics

Loading...

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই

আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

প্রথম প্রেমের কাছে
করেছি নিজেকে সমর্পন
সেই ছলনার প্রেম কেড়ে নিল সবকিছু
সেই ছলনার প্রেম কেড়ে নিল সবকিছু
ভেঙেচুরে চুরমার করে দিল মন
তারপর আমিও বদলে গেছি
নিজেকে নিজে আর করিনা বিশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

বুকের আঙিনাতে যে ছিল আমার প্রিয়জন
সেই প্রিয়জন কই আছে তার সব স্মৃতি
সেই প্রিয়জন কই আছে তার সব স্মৃতি
বুকে তাই বিষাদের এতো আয়োজন
দিনে-রাতে নীরবে একা কাঁদি
থেমে যেতে চায় যেন দেহের নিঃশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

Random Song Lyrics :

Popular

Loading...