jol pore pata nore - asif akbar lyrics
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে
ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে
ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
Random Song Lyrics :
- i'm a problem - rembrandt lyrics
- head over heels - bridget kelly lyrics
- quandary - oughtimplies lyrics
- fon tok tee nah taang - sek loso lyrics
- bmw musik - pa$a lyrics
- all my dogs - young troy lyrics
- new phone, who dis? - flatbush zombies lyrics
- ansprache (skit) - rapido lyrics
- spirit on the water - the city of light lyrics
- zu den wurzeln - broilers lyrics