lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pobitro paap - ashes lyrics

Loading...

জানালাটা খুলে দাও, আকাশে আকাশে
এইবার বলো ভালবাসি!
এইবার আমাকে বলে দাও
কতো লাল হলে চোখ আমার হবে?
হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়
ফিরে আসো, মেঘ করো আমায়!
ভুল আদরের ক্ষতো এ মনে
লেগে থাকে নখের দাগে
বলছিনা আমার হতে হবে
বলছিনা হতেই হবে আমার
শুধু যখন একি হাত
অন্য ভাবে আঙ্গুল ধরে
বলছিনা আমার হতেই হবে

Random Song Lyrics :

Popular

Loading...