dhulabli (radio version) - ashes lyrics
Loading...
অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা
শীতে;
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে!
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
অনেক বছর আগের একটা
কফির টেবিলে
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
Random Song Lyrics :
- 따귀를 맞겠지 - band ncm lyrics
- "something different" - angel inn levi lyrics
- "raise your hand when you speak" - angel inn levi lyrics
- sommer wieder sonnig (lukas litt) - lukas, der rapper lyrics
- אור ראשון - עברי לידר & עופר מאירי lyrics
- no hay quien me gobierne - luter lyrics
- fearless tour costumes - taylor swift lyrics
- last laugh - levi stress feat. p-dash lyrics
- eu já vivo enjoado - mestre pastinha lyrics
- "i love spending time with you" - angel inn levi lyrics