urey jawa pakhir chokhe - ashes [bd] lyrics
Loading...
urey jawa pakhir chokhe lyrics
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না ..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে ..
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এখনো বাকি আছে, সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ, বিপন্ন অতীতে
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে .. হে..
Random Song Lyrics :
- big tymers - benny the butcher & peezy lyrics
- geek - -itis lyrics
- uçurum - karya çandar lyrics
- i've been your dog - the moonglows lyrics
- mignon tout plein - plk lyrics
- piece 4 peace - priddy ugly lyrics
- cream soda - hattaway lyrics
- ja.tez - mlody pove lyrics
- pesares - lena burke lyrics
- to all the people - yolyboy lyrics