rokto - as omi, mehedi mahi, eashadul shishir & sadiqul ayat lyrics
[intro: sheikh hasina, students]
মুক্তিযোদ্ধার নতি*পুতিরা কেউ মেধাবী না?
যত রাজাকারের বাচ্চারা, নাতি*পুতি হলো মেধাবী?
রাজাকার, রাজাকার!
তুমি কে? আমি কে?
রাজাকার, রাজাকার!
[verse 1: mehedi mahi]
সালাম, রফিক, জব্বার আইজ বাংলাদেশও দরকার
ভাই মরে, বইন মরে, চুপ খেনে সরখার?
রক্তে ভাসের নগর ছাইছি খরি আমার অধিকার
রাজা খার? যে ফাউ ছাটে তুমি তার
শিক্ষিত দেশ ছাইলে ছাত্র মরে খেনে?
drainও কিতা brain নি? না drain brainওর মাজে?
চিৎকার খইরা আমার বইনে আমারে ডাখে
খয়, “ভাই আমারে বাছা আইছে মারতো হায়নার দলে”
দিন ফাইয়া দুইন্নাই ভুলছো, ঋণ খইরা দেশ
রক্তে ভরা বাংলাদেশ জ্বইল্লা ফুইড়া শেষ
visa ফাইলে দেশ ছাড়মু কুটি মাইনষর গল্প
বঙ্গবন্ধুর সোনার বাংলা রইছে স্বপ্ন
দেশ বেইচ্চা খাইয়া বেস বেইচ্চা তুরা ছলিযাও
আমার প্রিয় অভিভাবক caption*এ গলি যাও
আন্দোলনো হায়নায় যদি আনে granade, bullet
সিলেট তাকি delete খইরা ফাটাইয়া দে বিলেত
পুলিশ যদি বন্ধু অয় তে খার ইশারায় নাছে?
বুকোর মাঝে বুলেট লইয়া সাঈদ খেনে মরে?
সন্ত্রাস খইয়া জেল হাজুত খারে ভরে?
যদি স্বাধীন বাংলাদেশ অয় তে আইজ রক্ত খেনে ঝরে?
ষড়যন্ত্রর মন্ত্রে গণতন্ত্র ধ্বংস
মুক্তিযুদ্ধর খস্ট বিফলে সব নষ্ট
খতা স্পষ্ট, রাখো লাটি শক্ত
ফাও ছাটা বন্ধ, বানাউ স্বাধীন রাষ্ট্র
[verse 2: eashadul shishir]
একে তো কোটার বাঁশ, তার উপরে প্রশ্ন ফাঁস
বিশটা বছর নষ্ট কইরা, আমরা এখন জিন্দা লা’শ
কোটা প্রথা নিপাত যাক, মেধাবী’রা মুক্তি পাক
দাদার কোটায় খাইবো নাতি*পুতি আর জাতিরে কইবো উপশ থাক।
অবাক চোখে চাইয়া ভাবি
দেশ টা কার?আর দোষ টা কার?
হচ্ছে চুরি আমগো অধি’কার
‘৫২, ‘৬৯, ‘৭১ বাংলা কার?
‘২০, ‘২৪ তুমি কে? আমি কে?
রাজাকার!
হাতে কলম নেওয়া ছাত্র যদি হয় রাজাকার
তাহলে রক্তে রাঙানো স্বাধীন দেশটা কার বাবার?
নিজের সন্তানরে দেইখা কি বন্দুক ঠেকাইতেন একবার?
কলিজা কাপেঁ না? নাকি মাইরা বলতেন রাজাকার?
এইসব কি ন্যায্য বিচার?
এইসব কি সুস্থ বিচার?
আপনাগো ছিলো কোন teacher?
8 পাশ কইরা মারেন lecture
প্রশাসন সব চিটার
স্বার্থপর আমগো লিডার
রাজাকার আামরা যদি হই
তাহলে তোরা সব স্বৈরাচার
[verse 3: sadiqul ayat]
দেশপ্রেম ডুবসে এনে ভায়া টেকা কথা কয়
আমি বিদ্রোহ দেশ লইয়া দুই লাইন লেখা হয়
আমি স্বাধীন না, লাশ পড়বো আমার হয়তো কালকে
মুখ খুলসি বলি দে, দেশদ্রোহী লাগা নামের লগে
চিল্লা আরও জোরে, মা কাঁদে লাশ ধরে
মিথ্যার আসর বহে,কিন্তু এহন সময় কথা বলে
আর কত মারবি মানুষ,পারব না কুলায়
১৮ কোটি রাজাকার দেহি চিপা চাপায় লুকায়
২৫ মার্চ আইসে
তাইলে আইবো ১৬ই ডিসেম্বর
দেশ আমগো দিয়া হইসে
দেহুম কেমনে অবিচার?
[verse 4: ian ishraque]
আকাশটা কালো আজ আধারে যে ছেয়ে গেছে
লজ্জার মাথা খেয়ে সুশীলেরা শুয়ে আছে
helmet*এর মুখোশ পড়ে কুকুরগুলো জ্যান্ত
কুলশিত বীরেরা আজ সব হারিয়ে ক্ষ্যান্ত
মুর্খেরা গদি পেয়ে চুষে খায় রাজ্য
শিক্ষার ব্যবসায়ে মেধাবীর হয় ক্ষ্যান্ত
চারদিকে হাহাকার জ্ঞানীরা সব নিশ্চুপ
রাজপথে মরে মানুষ জমে লাশের স্তুপ
কোটাতন্ত্রের নামে চলে রমরমা ব্যবসা
তুমি আমি সাধারণ, ক্ষমতায়, অসহায়
আন্দোলনে মারা পড়ে আগামীর কর্ণধার
নিয়ম আছে নীতি নাই, সব শালা বাটপার
হাহাকার আর চিৎকারে ভারী হয় চারপাশ
আগুন লাগে ভার্সিটিতে ছাত্ররা হয় ছাড়খাড়
চোখ থাকতে অন্ধ যেন রাতে জেতা সরকার
গোড়ায় রাঘববোয়াল, সেটা দেখার দায় কার?
কার? কার? কার?
Random Song Lyrics :
- no apaguen la luz (riviera maya, quintana roo) - juan gabriel lyrics
- ночной город (night city) - hungry punk lyrics
- sara - luk3 lyrics
- no, i'm not / call me by my name - dj traditia lyrics
- don't worry about it - orlando (hu) lyrics
- ready go! - 東京女子流 (tokyo girls' style) lyrics
- say a word - oh he dead lyrics
- heaven verse freestyle - pseudodemonio lyrics
- falling up - bluebunny & twinflamegirl lyrics
- rey ahogado - josé madero & lasso lyrics