lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

probhu - artcell lyrics

Loading...

[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়

[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়

[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়

[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়

[verse 2]
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিয়ে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিতে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে

[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়

[verse 3]
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে

[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়

[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়

Random Song Lyrics :

Popular

Loading...