probhu - artcell lyrics
[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 2]
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিয়ে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিতে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 3]
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
Random Song Lyrics :
- gerta - chuck brodsky lyrics
- shrink - honne lyrics
- must be the whiskey - cody jinks lyrics
- entierro - irelle yoko lyrics
- burning - dorian gray lyrics
- fonsdeyman - t-wood (rappeur en herbe) lyrics
- envie d'grec (ft. jean-louis) - livreur2nem lyrics
- a long and difficult road (feat. dr koul) - paps & l.u.c. lyrics
- to my love to my fiancé shakira - jordang17 lyrics
- gangsta - stefflon don lyrics