lin - artcell lyrics
Loading...
লীন জড়তায়, নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
লীন আকাশে (দূর বহুদূর থেমে থাকা আকাশে)
নীলে হারিয়ে (সাদা কালো মেঘ ভেসে যায় হারিয়ে)
ঝড়ো বাতাসে (ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে)
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
Random Song Lyrics :
- aire en alto - artista rosario lyrics
- my heart - akvid lyrics
- in the sky - yvng danny lyrics
- made me feel like a fool - king maxk lyrics
- wenn du willst - willy will lyrics
- frankenstein - creature fear lyrics
- lest we forget - loue marc lyrics
- unreal - lil agony lyrics
- waiting for the weekend - ryan arizona lyrics
- devil woman - shy (band) lyrics