![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
leen - artcell lyrics
Loading...
লীন জড়তায়, নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
লীন আকাশে (দূর বহুদূর থেমে থাকা আকাশে)
নীলে হারিয়ে (সাদা কালো মেঘ ভেসে যায় হারিয়ে)
ঝড়ো বাতাসে (ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে)
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
Random Song Lyrics :
- euros & sand - ngahere wafer lyrics
- on stage in office - brandon stephen - brandon stephen lyrics
- are you awake? - dirk. lyrics
- toiletvrouw - fokke simons lyrics
- soul shining - bushy b lyrics
- psychopath - nathan wagner lyrics
- hellifornia freestyle - ginger bronson lyrics
- любовь и боль (love and pain) - низам dredd (rapper) lyrics
- okean - ftp lyrics
- ribcage - iben lyrics