hariye giyechi - arnob lyrics
হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন…
Random Song Lyrics :
- tu non mi conosci - mostro lyrics
- like a cloud (canzone del ripensamento) - allan taylor lyrics
- can i have your number - masiwei lyrics
- op uns - miljö lyrics
- striped shirt - devin world lyrics
- gemini - american teeth lyrics
- i'm so afraid of losing you again - ruby lovett lyrics
- bobby's girl - jon bon jovi lyrics
- brittle - elettrodomestico lyrics
- kall meg - tøyen holding lyrics