chai - arnob lyrics
Loading...
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুজেই পাওয়া
মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই চাই
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সারা
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
Random Song Lyrics :
- ugly but kawaii - rekstizzy lyrics
- say so - ady suleiman lyrics
- studio - jbenji lyrics
- en la misma cama - liberación lyrics
- cornflakes - traviss lyrics
- pissed off - n8 lyrics
- marrakech - triplego lyrics
- young scooter - 16yrold lyrics
- the boy who came to town - gurls lyrics
- welcome to hell - evilmane lyrics