chader shiri - arnob lyrics
Loading...
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের মত
আমি যাবো সাত সমুদ্র পেরিয়ে
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
ধার করে তোর লেখা ঝোকার খাতা
নতুন পায়ে সুরের দেশে যায়
কথা সুতোয় সুরের মালা গেঁথে গলায় পরে
দুজন মিলে গাই
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
Random Song Lyrics :
- stand by me - florence and the machine lyrics
- in my head - party favor lyrics
- summer 2016 - l.e.j. (elijay) lyrics
- fiya (blue pill) - travis scott lyrics
- 獨家頭條 - spexial lyrics
- partynextdoor 3 (p3) [tracklist + album art] - partynextdoor lyrics
- over the edge - borgeous lyrics
- letting it out - openside lyrics
- fire in the city - ffangs lyrics
- pray for us - chaos lyrics