![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
bhinnotar utshob - arnob lyrics
ও ও ও.. ও ও ও..
ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে, ভিন্ন ভিন্ন আশা
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন আশা
ও ও ও.. ও ও ও..
বর্ণে বর্ণে সাদা কালো
যেথায় মিলে এক হয়
সেই পৃথিবীর গল্পজুড়ে
তোমার আমার জয় হয়
মনে মনে এক মন
রঙে রঙে এক রঙ
তুমি আমি এক কবে
চলো তবে তাই হোক
দুনিয়াটা এক হোক
ভালোবাসার জয় হবে
এও এও এও.. এও এও এও
ও ও ও.. ও ও ও..
ও ও ও.. ও ও ও..
চলো হাতের ভেতর রাখি হাত
আলোর গভীরে আলো
মনের ভেতরে মন
তরুন শিখা জ্বালো
তুমি পাতায় পাতায় ঘাসে ঘাসে
চুপি চুপি কান পেতো
তুমি আকাশ বাতাস জলে মিশে
খেলায় মেতো
ওই দেখ হয় সূর্য উদয়
একতার সীমানায়
সময় এবার পথ সাজাবার
শান্তির ঠিকানায়
তিরতিরা হাওয়া বয়
কানে কানে কথা কয়
এক হবার আহ্বানে
এ আশা মিথ্যে নয়
ভালোবাসার হবে জয়
মানবতার এই গানে
এ সময় তোমার আমার
এ জাদু কাছে টানার
এও এও এও.. এও এও এও
ও ও ও.. ও ও ও..
ও ও ও.. ও ও ও..
এও এও এও এও এও এও
এও এও এও এও এও এও
এও এও এও এও এও এও
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন আশা
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন আশা।।
Random Song Lyrics :
- holy water - ro james lyrics
- so high - k$upreme lyrics
- i am the bent blade - born gold lyrics
- in nomine sicktanick - sicktanick lyrics
- regarding plummer - clevetheblacguy lyrics
- painted windows - resurrect tomorrow lyrics
- this will never work - he is legend lyrics
- nothing lasts forever - dj dizzy lyrics
- feet - kroy lyrics
- blood or crip - papa rumpleforeskin lyrics