biyogfol er itikotha - arno lyrics
Loading...
তোমার জন্য রয়েছিল রোদ্দুর
দিগন্তের ওই নীলের ঝলক
কালো খামে গোজা নক্ষত্রের মায়া
ফাইলে পড়ে থাকা শূন্য রেকর্ডস্
নোটবুকের কাব্যগুলোর পংক্তিতে
দেখো নিভৃত, বিরহের গল্পকথা
ধূলোপড়া স্কেচগুলোর আড়ালে
অঙ্কিত আমাদের বিয়োগফলের ইতিকথা
দেখো তারার মাঝে হাজার নজর তুলে ধরা
অব্যক্ত অপেক্ষায়
উকি দেয় একাকিত্বের জোনাকিরা
অব্যক্ত অপেক্ষায়
সম্মোহন বানীর পুলোকে
বিরহের আড়ালে
কাকভোরের কূজনে
ঝাপসা ছবির আড়ালে
লুকিয়ে আমাদের বিযোগফলের ইতিকথা
Random Song Lyrics :
- asocial - raven called sin lyrics
- wenn ich du wäre - jeanette biedermann lyrics
- armour - pinlight lyrics
- nada é para sempre (part. vitor kley) - diogo piçarra lyrics
- mr.miyagi - juice wrld lyrics
- the chain - black stone cherry lyrics
- the executive spouse (success) - climate lyrics
- flex (feat. thumplord) - sadflex lyrics
- borderline - melancholia lyrics
- don't let go of love - james cherry lyrics