tumi khub sundor (তুমি খুব সুন্দর) - ariyan mehedi lyrics
Loading...
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধুআমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
Random Song Lyrics :
- wait! - project105 lyrics
- on my way - janelle de la rosa lyrics
- you saved the world - tim finn lyrics
- benz | بنز - fahmy (eg) lyrics
- moonwalking to the bank - lavelle lyrics
- high school cruiser - terror of tiny town lyrics
- exchange - jess connelly lyrics
- walking on the moon - nike boi lyrics
- дисс на freak squad (disrespect freak squad) - im1tate lyrics
- от гудка до гудка (ogdg) - kanjo lyrics