lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

no prem - ariyan mehedi lyrics

Loading...

না করলাম প্রেম পিরিতি
না করলাম ভালোবাসা
লোকে বলে আমি প্রেম করি

না করলাম প্রেম পিরিতি
না করলাম ভালোবাসা
লোকে বলে আমি প্রেম করি

লোকের তো কাজই এটা
শুধু শুধু কথা বলা
তোমরা কেনো বুঝো না

তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

আমার এই স্বপ্ন গুলো
ভেঙ্গে দিলে তুমি
কেনো করলে এমনটা
আমার সাথে তুমি

আমি তো লয়াল ছিলাম
তোমার এই প্রেমে
জানতাম না কষ্ট পাবো
তোমার এই প্রেমে
না করলাম তোমায় মনে
তোমার মতো কত আসবে
আমার এই ছোট জীবনে

তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

হাহা ভালবাসা i hate you

ভুল বুঝে চলে গেলে
আমাকে ফেলে একা
আমি কি আবারও
পাবো তোমার দেখা

মন ভেঙে কি পেলে
আমায় শুধু বলো
আমিও হয়ে যাবো
ঠিকই অন্য কারো

একদিন তুই ঠিকই বুঝবি
তখন শুধু আমায় খুঁজবি
খুঁজে তো লাভ হবে না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না

Random Song Lyrics :

Popular

Loading...