megh boleche jabo jabo - arindom lyrics
Loading...
মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে– আমি তো আর নাই’ ॥
দুঃখ বলে ‘রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’ ॥
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে’,
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’ ॥
Random Song Lyrics :
- way she goes - tyler hammons lyrics
- 4 am - vinchi lyrics
- thunderbolts - oliver faulks lyrics
- free tay-k! - comethazine lyrics
- switchback [red devil remix] - celldweller lyrics
- build a little home - ruth etting lyrics
- karate kid - białas & lanek lyrics
- visitation of the ghost (live) - i don't know how but they found me lyrics
- bender vs syd vicious - king of the dot lyrics
- okruchy - c.k. emjot lyrics