ektuku choya lage - arindam lyrics
Loading...
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে
কিছু পলাশের নেশা
কিছু বা চাপায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুণে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
news you might be interested in
Random Song Lyrics :
- dreaming - v sniper lyrics
- s4msung - sanjirut lyrics
- shakeyourbodyyy!! - biggestbiggestbrat lyrics
- zniszcz mnie - monday waxie lyrics
- switch side - quesadillas lyrics
- love language - тимчик (timchik) lyrics
- miki woodz - vei habache lyrics
- all it takes - summer cannibals lyrics
- where i stand (prod by: visioner.) - longboi lyrics
- wayne like bruce* - sewerperson lyrics