thik emon ebhabe - arijit singh lyrics
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
তোরই মতো কোনও একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মতো কোনও একটা ঢেউ
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ
দিনেতে আমার দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
Random Song Lyrics :
- ювелирная работа - fray pay lyrics
- pay it no mind - trace strider lyrics
- somatic evolvement - aronious lyrics
- sie war gewohnt, geliebt zu werden - rebecca das musical lyrics
- morning mist - elison 404 lyrics
- what color is the light when it's turned off - gilt lyrics
- 靜謐神林 / forest - serrini lyrics
- complex - yu$ef (fra) lyrics
- vodnik freestyle - balmydope lyrics
- love and affection - yavs the trill lyrics