
ke ami kothay (from "ek je chhilo raja") - arijit singh lyrics
Loading...
হাজার অতীত জন্মদাগের মত
ফুটে থাকে তারায় তারায়
কে যেন ছিলাম মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
আমি কি আমি
না অন্য কেউ
একই মুখ বহু ঠিকানায়
এসেছি যেমন
মিশে যাব ঠিক
মাটি, জল, আগুন, হাওয়ায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
রাখ কি রাখ না
মনে জীবন
দিন গুনি ফেরার আশায়
দেখ মহাকাশে
প্রতি মুহূর্তে
আলো তার পথ বদলায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
প্রতি জনমে
এক নতুন সেদিন
পুরোনো তারিখ খুঁজে পায়
বহু পথিকের
একই পায়ে হাটা
এ আমির গল্প শোনায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
কে আমি কোথায়
Random Song Lyrics :
- shoe-in - moaning lisa lyrics
- on my mind - yung nasty xvi lyrics
- crazy love - geeva lyrics
- new found love - popcaan lyrics
- dame una razón - diego torres lyrics
- art - grace façade lyrics
- living for pleasure - sam ellgass lyrics
- freeze tag - littlekhush lyrics
- would you like to learn to dance - jackie deshannon lyrics
- jingle my bells - the boy least likely to lyrics