lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bojhabo ki kore - arijit singh & annwesha lyrics

Loading...

বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই

তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই

আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন

তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন

তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়

আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন

জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai

আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন

বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই

তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই

আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন

Random Song Lyrics :

Popular

Loading...