notun shokal - arekta rock band lyrics
Loading...
[verse]
মেঘ দেখে হয় তোমার ভয়
ভীষণ ঝড় বজ্রপাতে
কালবৈশাখী ধোঁকা দেয়
আর আমি নিচে দাঁড়িয়ে
ডানা মেলতে দেখি তোমাকে
ছুটি নিয়ে এ শহর থেকে
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[pre*chorus]
গোলাপি আকাশে
সীমানা ছেড়ে দূরে তাকাও
পড়ন্ত বিকেলে সন্ধ্যা নেমে এলে
তুমি জেনো আছি পাশে তোমার
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[outro]
হয়তো*বা দেখা হবে
দূর সাগর পাড়ে
সূর্য বেয়ে আসবে
নতুন সকাল
Random Song Lyrics :
- βγάζει μάτι (vgazei mati) - konstantina lyrics
- lo sporco sud - madman & tempoxso lyrics
- so help me - propaganda & odd thomas lyrics
- das schutzenfest - 2009 remastered - faith no more lyrics
- pandemonium (remastered) - 57 pixels lyrics
- einfach wieder mukke hören - pimf lyrics
- adicto a su amor (feat. yadira matos) - danny berrios lyrics
- we belong - radio edit - ferry corsten lyrics
- rote farbe (seiten deines handbuchs) - endlos lyrics
- p empezar - miguel campello lyrics