chaap - arekta rock band lyrics
Loading...
প্রাচীর ঘেরা মনে ভাঙার প্রতিশ্রুতি
আকুল আমি হারাই ঘন এ কুয়াশায়
আসক্ত আমি তোমার মুক্তিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
ভ্রান্ত দু’জনে, অদ্ভুত পরিণতি
আটকে পড়ে কাটাই সুমধুর হতাশায়
আসবে তুমি পুরোনো অনুভূতিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
Random Song Lyrics :
- type beat - the av klub lyrics
- opening - atm business network lyrics
- keep riding me - ur pretty lyrics
- drag me down / old town road (cover) - since september lyrics
- westside - lil' luc lyrics
- omolekpomo - nellis anthony lyrics
- kinging - o blast lyrics
- our father's war - josh ritter lyrics
- yugular - blake & santa salut lyrics
- puppy love - natalie hoffman lyrics