aaj mone hoy ei niralay - archan chakraborty & satinath mukherjee lyrics
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
Random Song Lyrics :
- one more time - sugar daddy (rap) lyrics
- girls a freak - the holdup lyrics
- losing myself - david diaz lyrics
- milagreiro - djavan lyrics
- my contribution to this scam - jean grae & quelle chris lyrics
- stand - scarborough lyrics
- please, please, please - octa push lyrics
- no regrets - sunny lukas lyrics
- you saw a light - guster lyrics
- beautiful dress - marlon williams lyrics