![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
onubhuti - arbovirus lyrics
Loading...
মিথ্যে এ গল্পের ভীড়ে
আমার ফেরা আপন নীড়ে
তুমি ভুল বোঝাও আমায়
ফিরে যাও নিয়ে যা ছিল সব
অনুভূতি করো কি অনুভব?
খুব ভোরে, কুয়াশা ঘেরা শহরে
রাজপথের আড়ালে হারালে
মনে পড়ে আজও মনের ভুলে
তোমাতে হারাই
হারিয়ে যাও, যত দূরে যাও
ভেঙো দূরত্বের সীমানা
মানুষ আমি, আমারই মতো
শুধু জানি কেউ কারো নয়
অভিমান আর অভিনয়
মুখোমুখি হতে যত ভয়
Random Song Lyrics :
- cane sugar - citizen (usa) lyrics
- freiheit - darkania lyrics
- midi mi forsa - boechi lyrics
- glhf˂3* - derivakat lyrics
- pa' 90 - griselda e dintorni lyrics
- necessary violence - headbussa lyrics
- shooting all the lights out - lionheart (uk) lyrics
- underwater chateau - pwnt lyrics
- full time - фулиш (foolish) (rus) lyrics
- черчель - fuckkname lyrics