mon bhalo nei - apu lyrics
Loading...
মন ভালো নেই, বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
sashahed
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
Random Song Lyrics :
- indiferente - cinzeiro lyrics
- en un viaje - alameda norte lyrics
- fallen hero - caio willem lyrics
- brown eyed girl - bornstar lyrics
- друг (friend) - циферблат (hourplate) lyrics
- verseucht - levin liam lyrics
- leisure - ko-doomzday lyrics
- tyrants better run - rj lake lyrics
- dilemma/estrel - gianni suave & og keemo lyrics
- nasty - raahiim lyrics