tumi amay korte sukhi - aonuradha feat. oamit kumar lyrics
Loading...
তুমি আমায় করতে সুখী, জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?
জিহাদ
Random Song Lyrics :
- glory - stract & ian buchanan lyrics
- norte (one shot) - stuart lyrics
- reason - zonouzi lyrics
- in on the pill taker - hospital job lyrics
- stay woke - czar josh lyrics
- when it's over - brandon sutton lyrics
- the dissolution of mind and matter - and oceans lyrics
- delícia tchu tcha tcha (feat. dj pedrito) - mike moonnight lyrics
- amico, sei felice? - 大貫妙子 (taeko ohnuki) lyrics
- sixteen - cezah lyrics