lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tomar ghorey - anusheh anadil lyrics

Loading...

তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানোনা?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে (ও মন)
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন)
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা,ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো? না
তোমার ঘরে বসত করে কয় জনা?
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?

Random Song Lyrics :

Popular

Loading...