tomar ghorey - anusheh anadil lyrics
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানোনা?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে (ও মন)
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন)
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা,ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো? না
তোমার ঘরে বসত করে কয় জনা?
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
Random Song Lyrics :
- emit - azzle majob lyrics
- don't low your worth - patrin kibuuka-musoke lyrics
- se é pra gente ficar - solange almeida lyrics
- life's a joke - the faint lyrics
- a long time (acoustic) - the outcome lyrics
- kure kure - don cavelle lyrics
- #freetayk - duwap kaine lyrics
- i'll be fine - cadence ingram lyrics
- lacoste - anonim x madkid lyrics
- au mic j'kicke - expression direkt lyrics