phaka frame - anupam roy lyrics
ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি
নিয়ে এখন আমি কি করি
এন্টেনায় আর অশ্বথের ডালে’
ঝুলে থাকি প্রত্যেক সকালে।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।
দেড়’শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়’শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে?
ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি
miyazaki আর সত্যজিতে মাখা
truffaut এর দিন আমার জন্য রাখা।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।
দেড়’শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়’শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে?
Random Song Lyrics :
- boom boom kick - king krab lyrics
- where's the happy ending??? - the kid unknøwn lyrics
- maple court trajedy - ed sanders lyrics
- trench - coping method lyrics
- rovina: nemico di me stesso - xam40013 lyrics
- fetch - bryce bishop lyrics
- hope - shablo lyrics
- moj dragane, što me zaboravljaš - vera ivković lyrics
- flan y nata (frank sinatra 'n nino bravo) - paz mc lyrics
- ride or die - da-ice lyrics