benche thakar gaan - anupam roy lyrics
যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু’পায়ে বাঁধা ঘুঙুর
জেনো আমি খুলতে দেবনা
যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু’পায়ে বাঁধা ঘুঙুর
জেনো আমি খুলতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদর
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবনা
যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার
জেনো আমি থামতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
আর আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
Random Song Lyrics :
- scourge of the present - devcord lyrics
- tightrope - lindsey jade lyrics
- zvychky - axxi oma lyrics
- you go your way (loony toon remix) - chemistry lyrics
- den kollao - mironas stratis lyrics
- 5th lane rock - damien awai lyrics
- one more sight of the sun with you - marc hudson lyrics
- beyond the pale - devcord lyrics
- formula - eroboy lyrics
- tudo pro ar - hodari lyrics