bhalobasi bhalobasi - anupam ray & subhamita lyrics
Loading...
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।
অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা।
উদাসী এ মনে
ও লাজুক নয়নে
স্বপ্নে ভেসে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
পাশাপাশি চলা
চুপ কথা কিছু বলা
হৃদয়ের বাঁধনে
এ প্রথম ফাগুনে
কি কথা রেখে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি…।
Random Song Lyrics :
- #kcorp v.2 - xeiko lyrics
- ich muss weg - sero el mero lyrics
- rayo de bala - phil manzanera lyrics
- industry n***s - psychoyp lyrics
- seneler - iradə ibrahimova lyrics
- tonight - whxami lyrics
- actitud - callejero fino lyrics
- leave me alone before you ruin my day - ian kenville lyrics
- hawt heart - born at midnite lyrics
- free love - kun & chenle lyrics