kare dekhabo - annie lyrics
Loading...
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
Random Song Lyrics :
- want me too - lucy deakin lyrics
- drop - gipsy lyrics
- grateful - blaqtymez lyrics
- upn 44 - reily ilo lyrics
- babies - stella talpo lyrics
- i'd miss you - flatt lonesome lyrics
- dust - katy hurt lyrics
- ya rasul allah, pt. 2 - sami yusuf lyrics
- airport kid - something for kate lyrics
- and the winner is... - stina nordenstam lyrics