mr hall - anjan dutt lyrics
কানে বাজে এখনো পুরনো সেই পিয়ানোর ঝংকার
নিকোটিনে হলদে হয়ে যাওয়া দশ’টা আঙুল
সারি বেধে দাঁড়িয়ে এক’শ মাইলের গান’টা
একশ’বার শুনেও একশ’বার হত ভুল
জানলার বাইরে কুয়াশায় সাদা ইস্কুল’টা
পকেটের ভেতরে আধখাওয়া পাহাড়ি ফল
হাত পেতে বেত খেতে হয়েছে তোমার
কাছে কতবার
আমার গানের শুরু mr. hall
if you miss this train i’m on
you will know that i’ve gone
you can hear the whistle blow
a hundred miles
a hundred miles, a hundred miles
a hundred miles, a hundred miles
you can hear the whistle blow
a hundred miles
শুধু এই গানটা একটাই গান প্রতি শনিবার
তারিখটা যাই হোক হোকনা সে যে কোন মাস
পার হয়ে গেছি কত হাজার হাজার মাইল
তবু থামেনিতো কোনদিন আমাদের চলার ক্লাস
তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত
বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল
থেমে যেতে চায় আজ কতবার আমার মন’টা
তবু থামিনি যে আমি এখনো mr. hall
not a shirt on my bag
not a penny to my name
lord i can’t go back home
this a way
this a way, this a way
this a way, this a way
lord i can’t go back home
this away
পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে
ব্র্যান্ডির নেশায় তোমার দু’চোখ লাল
কখন যে সিগারেট থেমে যেত ঠোটের ফাকে
তবু জানি তো থেমে কোনোদিন আমাদের চলাচল
তবু থেমে গেল একদিন হঠাৎ
পিয়ানোটা তোমার
একটা শনিবার হলনা কোন রুল কল
শুরু করে দিয়ে তুমি আমাদের পথ চলা’টা
কোথায় যে চলে গেলে হারিয়ে mr. hall
if you miss this train i’m on
you will know that i’ve gone
you can here the whistle blow
a hundred miles
a hundred miles, a hundred miles
a hundred miles, a hundred miles
you can here the whistle blow
a hundred miles
lord i’m one lord i’m two
lord i’m three lord i’m four lord i’m five
a hundred miles, away from home
away from home, away from home
away from home, away from home
lord i’m five
a hundred miles
away from home
Random Song Lyrics :
- mit dir - teylan lyrics
- speed of light (enik lin remix) - aziatix lyrics
- regresso a terra - la harissa lyrics
- dang penghianat au - lagu batak lyrics
- god is love - yeoni-el lyrics
- mask on - crybaby (toni morales) lyrics
- im so sad - lil buge lyrics
- i can't - ezra kairo lyrics
- even i use to be sex - the color of violence lyrics
- mish e shpirt’ - rinesance lyrics