shopnogulo tomar moto - anila lyrics
Loading...
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাওয়ার ভয়
কাঁচের দেয়াল ভাঙার মতো
তোমায় ভাঙি ইচ্ছে মতো
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মতো
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মতো
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মতো
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
(আমার শরীর জুড়ে বৃষ্টি নামে)
অভিমানের নদীর তীরে
(অভিমানের নদীর তীরে)
শুধু তোমায় বলতে ভালোবাসি
(শুধু তোমায় বলতে ভালোবাসি)
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
(স্বপ্নগুলো তোমার মতো)
Random Song Lyrics :
- kohqelujna - 2po2 lyrics
- eulogy - get well soon lyrics
- the nausea before the game/love me for what i am - william finn lyrics
- i'm in no pain - the novelists (usa) lyrics
- 09.underground restrictions - ka-flame lyrics
- ausländer 2 - mert lyrics
- 40 - arramayne lyrics
- prblms (sparmx) - drefquila lyrics
- falling in love (spanish version) - jeremy danielss lyrics
- don't call the po-po - rose villain lyrics