gaibona - anila lyrics
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো (নিয়ে নিতে পারো)
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আস নি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
Random Song Lyrics :
- sirocco - diset (se) lyrics
- падкий (fallen) - 2woslimey lyrics
- ashes - lil nomap lyrics
- vom fi împreună - dayana & andrei ursu lyrics
- my name is earl - joeyy lyrics
- diva - dustinbr lyrics
- misato - fallen777angel lyrics
- 'o munasterio - pasquale mario costa lyrics
- прощай (goodbye) - свинцовый tуман (svintsovyi tuman) lyrics
- jak zły - 9ssey lyrics