
daak diyachen doyal amare - andrew kishore lyrics
[chorus]
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
[verse 1]
ও, আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গলে পরিলাম
আমি গলে পরিলাম
ও, আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গলে পরিলাম
[pre*chorus]
আমার সাধের মালা
আমার সাধের মালা যায় রে ছিঁড়ে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
[chorus]
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
[verse 2]
ও, আমি কতজনে কত কী দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম
ও, আমি কতজনে কত কী দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
[pre*chorus]
আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
[chorus]
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
Random Song Lyrics :
- lethalness - saltyfika76 lyrics
- braaa - prekka lyrics
- bookman - pockethands lyrics
- build my tower high - harry mack lyrics
- dexeysssound - dj ashanti lyrics
- mi libertad en sosiego - juan del encina lyrics
- i go mourning all the day long - the rebel (uk) lyrics
- eyes open - the dodos lyrics
- バレバレi love you (barebare i love you) - 2021 ver. - up up girls (仮) lyrics
- can u dig it? - the real zebos lyrics