lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

amar babar mukhe - andrew kishore lyrics

Loading...

আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন

গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন
সংগী করেছি
জীবনে যত দু: খ
যত কস্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সব-ই ভুলেছি
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যেই গান শুনে সপেছিল মা
বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ
যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে
আমাকেও নিয়ে যায়
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

Random Song Lyrics :

Popular

Loading...