mor priya hobe - aloke maity lyrics
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
Random Song Lyrics :
- paper romance (garcy noise remix disco extended) - groove armada lyrics
- wonderwall - alex goot lyrics
- sweet thing (live on radio 2) - beverley knight lyrics
- babylon (cover by (sandy) alex g) - oneohtrix point never lyrics
- drake song - ojae lyrics
- te necesito - mike wihtney lyrics
- jungle brother (urban takeover remix instrumental) - jungle brothers lyrics
- automatic - god or julie lyrics
- celebrate (reprise) - smokie norful lyrics
- dealin' with the devil - muddy waters lyrics