lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gopono kothati - alka yagnik lyrics

Loading...

গোপন কথাটি রবে না গোপনে
singer- alka yagnik
alb-m- mone robe

গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি…

বিভল হাসিতে বাজিল বাঁশিতে
বিভল হাসিতে বাজিল বাঁশিতে
স্ফূরিল অধরে নিভৃত স্বপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি

মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
হৃদয়শতদল
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
শুভঙ্কর দাস
গোপন কথাটি…

Random Song Lyrics :

Popular

Loading...