lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bangladesher meye - akassh lyrics

Loading...

[intro]
ওরে বাংলাদেশের!

[pre-chorus]
ওরে বাংলাদেশের মেয়েরে তুই
হেইলা দুইলা যাস

[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস

[hook]
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…

[verse 1]
তোর ঠুমক ঠুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
তোর ঠুমক ঠুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
ওরে বঙ্গ ললনা
তোর হয় না তুলনা
তোর মন রাঙাতে করবো যা তুই চাস

[chrous]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস হায়!

[verse 2]
তোর ঝুমকো কানের দুল
আর খোঁপায় গাঁদাফুল
ঐ কাজল কালো চোখ
কার স্বপ্নেতে মশগুল
তোর ঝুমকো কানের দুল
আর খোঁপায় গাঁদা ফুল
ঐ কাজল কালো চোখ
কার স্বপ্নেতে মশগুল
তোর মনটা পাবে যে
আরে ধন্য হবে সে
তুই হাসলে পরেই হাসবে যে আকাশ

[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস

[pre-chorus]
ওরে বাংলাদেশের মেয়েরে তুই
হেইলা দুইলা যাস

[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস

[hook]
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…

Random Song Lyrics :

Popular

Loading...