neel noyona - ajom khan lyrics
Loading...
,,,
ওগো নীল নয়না,
তোমার নীল নয়ন
কেড়েছে এ মন।
ওগো নীল নয়না,
তোমার নীল নয়নে
হারিয়েছে এ মন।।
স্বপ্ন তারার মত থাক কেন
তুমি দূরে দূরে?
তোমার জন্য কত ভালবাসা হৃদয় জুড়ে (২)
ওগো স্বপ্ন তারা
এসে দাও না ধরা…
সংগোপনে…
ওগো নীল নয়না
তোমার নীল নয়ন
কেড়েছে এ মন।
চলো দুজনে হারিয়ে যাব
দূর অজানায়।
রাঙাব দুটি মন
ভালবাসার নীল জোছনায় (২)।
ওগো নীল জোছনা
এসে দাও না ধরা.
সংগোপনে।
,,,
Random Song Lyrics :
- one hundred & one - madic lyrics
- feelin' "grove"-y - johnny and the sprites lyrics
- it's a dark ride death trip - theriac lyrics
- lonely and confused - mike bliss lyrics
- bone saw - xavlegbmaofffassssitimiwoamndutroabcwapwaeiippohfffx lyrics
- love is in the air - cheflano lyrics
- all night - cazz major lyrics
- talkin - jkings lyrics
- хамство (rudeness) - ёлка (yolka) lyrics
- укусила крыса (bitten by a rat) - loc-dog lyrics